গ্যাসের অস্তিত্ব রয়েছে মালদায়, প্রকৃতি নির্ধারণে প্রয়োজন সময়

সামসী, ৪ ডিসেম্বরঃ মাটির নীচ থেকে বের হওয়া গ্যাসের উৎস খুঁজতে ওএনজিসি আন্দামানের একটি দল এসে উপস্থিত হয় মালদার কাহালা অঞ্চলে।

মঙ্গলবার বিকেলে ব্লক অফিস থেকে তাদের ঘটনাস্থলে নিয়ে যান রতুয়ার বিডিও অর্জুন পাল। বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছে খনন শুরু হয়। প্রায় দু’ঘন্টা খননের পর গ্যাসের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিন্ত হলেও গ্যাসের প্রকৃতি বোঝার জন্য প্রয়োজনীয় গ্যাসের সন্ধান করা যায়নি। সন্ধ্যা নেমে আসায় এদিনের মত কাজ বন্ধ রাখতে হয়েছে। ওএনজিসি-র এক অধিকর্তা সত্যমূর্তী জানান, গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। এর আগে দক্ষিণ ২৪ পরগনায় অশোকনগরে এই ধরনের গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। অনেকটা সেরকমই কিছু অনুমান করা যাচ্ছে। তবে নিশ্চিন্ত হওয়ার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। এই প্রসঙ্গে রতুয়ার বিডিও অর্জুন পাল জানান, গ্যাসের প্রকৃতি নির্ধারনের জন্য আগামী দিনে ওএনজিসি কর্তারা আবার আসবেন। আজ প্রায় তিনটি জায়গায় গর্ত করে গ্যাস সংগ্রহের চেষ্টা করলেও কেমিক্যাল কম্পোজিশন টেস্টের জন্য প্রয়োজনীয় গ্যাস পাওয়া যায়নি। এর জন্য আরো গভীরে খনন করতে হবে। আগামীকাল ফের খননকার্য চালানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, নভেম্বরের শুরুর দিকে ওই এলাকায় ঝাঁঝালো গন্ধ পান। মাঝেমধ্যেই তার তীব্রতা বেড়ে যেত। অনেকটা ছিল পেট্রোলিয়াম বা এলপিজি গ্যাসের মত  গন্ধ। এরপর প্রশাসনকে জানানো হয়। তার পরিপ্রেক্ষিতেই আজ ওএনজেসি-র তরফে পর্যবেক্ষক দল পাঠানো হয়।

সংবাদদাতাঃ মুরতুজ আলম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ANMt71

December 04, 2018 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top