মুম্বাই, ০৪ ডিসেম্বর- প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাস এখন স্বামী-স্ত্রী। ডিসেম্বরের ১ ও ২ তারিখে খ্রিস্টান এবং হিন্দু রীতিতে বিয়ে হয় বলিউড ও হলিউডের এই দুই তারকার। সংগীত ও মেহেদি অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলেও বিয়ের দিনের ছবি দেখা হয়েছিলনা কারো। এবার সেই অপেক্ষার পালা শেষ হলো। প্রকাশ পেয়েছে নিকিয়াঙ্কার বিয়ের দিনের ছবি ও ভিডিও। খ্রিস্টান ও হিন্দু- দুই নিয়মের বিয়ের সাজের ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে। একটি ভিডিও প্রকাশ পেয়েছে খ্রিস্টান ধর্মের বিয়ের আয়োজনের। যোধপুরের উমেদ ভবনে ১ ডিসেম্বর খ্রিস্টান ধর্ম মতে এবং ২ ডিসেম্বর হিন্দু ধর্ম মতে বিয়ে হয় নিক ও প্রিয়াঙ্কার। খ্রিস্টান ধর্মমতে বিয়ের দিন নিক পরেছিলেন কালো স্যুট-প্যান্ট-বুট এবং প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা গাউন। আর হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ের অনুষ্ঠানে প্রিয়াংকা বাঙালি ঢংয়ে পরেছিলেন লাল লেহেঙ্গা আর সোনালি রংয়ের সেরোয়ানি পরেছিলেন নিক জোনাস। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন আয়োজনে হয় দুই তারকা বিয়ে। আর/০৪:১৪/০৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RFwcIs
December 05, 2018 at 02:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন