দুই দিনাজপুরের মধ্যে প্রথম অত্যাধুনিক দমকল কেন্দ্র তৈরি হচ্ছে ইটাহারে

রায়গঞ্জ, ৪ ডিসেম্বরঃ ইটাহার ব্লকে কোনো দমকল কেন্দ্র না থাকার ফলে সমস্যায় ছিলেন সেখানে বসবাসকারী কয়েক লক্ষ মানুষ। আগুন লাগার পর রায়গঞ্জ দমকল কেন্দ্র থেকে আগুন নেভানোর জন্য গাড়ি আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যেত গ্রামের পর গ্রাম। এমন ঘটনার সাক্ষী রয়েছে ইটাহার থানার সুরুন, পাজল, চুরামন, বারিয়লঘাট, বাজিতপুর, ডামডলিয়া, পতিরাজপুর, শ্রীপুর সহ একাধিক গ্রাম। এবার সেই সমস্যা কাটিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে অত্যাধুনিক দমকল কেন্দ্র স্থাপিত হতে চলেছে ইটাহার থানার গোটলু মোড় এলাকায়। দমকল কেন্দ্র তৈরির জন্য জমি নির্ধারিত হয়েছে এদিন। এর ফলে প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে আসা করা হচ্ছে। মঙ্গলবার দমকল কেন্দ্রের ডিভিশনাল দেবাং লেপচা, উত্তর দিনাজপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও ইটাহারের বিধায়ক অমল আচার্য গোটলু মোড় এলাকার জমি পরিদর্শন করেন। এদিন ডিভিশনাল অফিসার দেবাং লেপচা বলেন, জমি চিহ্নিত হয়েছে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে সেই জমির হস্তান্তর এদিন হল। আগামী বছরের শুরুতেই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে প্রথম অত্যাধুনিক দমকল কেন্দ্র গড়া হচ্ছে। ইটাহারের বিধায়ক অমল আচার্য বলেন, এই দমকল কেন্দ্র তৈরি হলে ইটাহার ব্লকের প্রত্যন্ত গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটলু মোড় এলাকায় দমকল কেন্দ্র গড়ার জন্য দু’বিঘা জমি মিলেছে। সেখানেই দমকল কেন্দ্রের পাশাপাশি তৈরি হবে দমকল কেন্দ্রের অফিসারদের থাকার হস্টেলও।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SonxKy

December 04, 2018 at 10:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top