লুইস ঝড়ে ১৯০ রান সংগ্রহের পর মনে হচ্ছিল সিরিজটা সহজেই জিতে যাবে ক্যারিবীয়রা। কিন্তু তামিম দ্রুত ফিরে গেলেও ম্যাচ জমিয়ে তুলেছিলেন লিটন দাস। চতুর্থ ওভার শেষ হতে না হতেই টাইগারদের স্কোরবোর্ডে সংগ্রহ এক উইকেটে ৪২ রান। এর মধ্যে লিটন একাই করেন ২৩ রান। ঠিক ওই সময়ই ঘটে বিপত্তি। টমাসের বলটি নিয়ম অনুযায়ী সঠিক ছিল। কিন্তু বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদ নো-বল কল করেন। কিন্তু পর্দায় দেখা যায়, বলটি নো ছিল না। সঙ্গে সঙ্গে তারা তারা আবেদন করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রিপ্লেতে দেখা যায় পা ছিল দাগেই। পরের বলে লিটন ক্যাচ দেন লং অফে। আবারও নো বল দেন তানভীর। রিপ্লেতে আবারও ভুল সিদ্ধান্ত ধরা পড়লে এবার ব্র্যাথওয়েট স্থির থাকতে পারেননি। রিভিউ নিতে চাইলেও আম্পায়ার তার সিদ্ধান্তে অটল থাকেন। একসময় উইন্ডিজ অধিনায়ক মাঠের প্রান্তে গিয়ে টিভি আম্পায়ারের সঙ্গে কথা বলেন। উত্তেজিত ব্র্যাথওয়েটকে থামাতে মাঠে আসেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এসেছিলেন সাকিব আল হাসানও। আইসিসির নিয়ম অনুযায়ী, রিভিউর জন্য ১৫ সেকেন্ড সময় পাওয়া যায়। ওয়েস্ট ইন্ডিজ আবেদন করেছিল ওই সময়ের পর। ফলে প্রবল আবেদন সত্ত্বেও তা গৃহীত হয়নি। ফলে রক্ষা পেয়ে যান লিটন দাস। এমএ/ ০০:২২/ ২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EDFIZa
December 23, 2018 at 06:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top