ঢাকা, ২২ ডিসেম্বর- নিদাহাস ট্রফির সেই ম্যাচটা বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকরা মনে রাখবে অনেক বছর। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে পর পর দুই নো বলের সম্ভাবনা জাগলেও অ্যাম্পায়ার তাতে সাড়া দেয়নি। বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করে সেই মুহূর্তে। এক পর্যায় খেলা ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার উপক্রম তৈরি হয়। তবে নিজের উপর বিশ্বাস স্থাপন করে শেষ ৪ বলে ১২ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। হটাৎ কেনো সেই ম্যাচের স্মৃতিচারণ? আজ যেন সেই ম্যাচটাই ফিরে এসেছে মিরপুরে। আবারও সেই নো-বল বিতর্ক। এবার খেলা বন্ধ থাকলো পাক্কা ৮মিনিট। ঘটনাটি বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। বোলার ওশানে থমাসের ৬ নম্বর বলে পর পর দুই বার নো ডাকেন বাংলাদেশের অ্যাম্পায়ার তানভির রহমান। তবে টিভি রিপ্লাইতে দেখা যায় বল দুটিতে থমাসের পা লাইনেই ছিল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটসহ সব খেলোয়াড়রা প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ম্যাচ রেফারির হস্তক্ষেপে খেলা শুরু হয়। তবে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৫০ রানের ব্যবধানে হার শিকার করতে হয় সাকিব আল হাসানের দলকে। নিদাহাস ট্রফির সেই নো বল ছিল বাংলাদেশের বিপক্ষে। তবে জয় হয়েছিল লাল-সবুজদের। এবারের নো বল ছিল আমাদের পক্ষে আর জয় হয়েছে ক্যারিবিয়ানদের। এমএ/ ০০:২২/ ২২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RbFT4v
December 23, 2018 at 06:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন