রাইপুর, ২৬ ডিসেম্বরঃ টাটা স্টিল প্রোজেক্টের জন্য ছত্তিশগড়ের বস্তারে অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই ঘোষণা করলেন ছত্তিশগড়ের মন্ত্রী রবীন্দ্র চৌবে। তিনি বলেন, ‘বস্তারে টাটা স্টিল প্রোজেক্টের জন্য ১৭০০ হেক্টরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয়েছিল। কৃষকদের সেই জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে। কারণ, লিজ ডিডের শর্ত ঠিকমতো পালন করা হয়নি।’ প্রসঙ্গত, স্টিল প্রোজেক্টের জন্য ২০০৮ সালে ছত্তিশগড়ের প্রায় ১০টি গ্রামের কৃষকদের থেকে জমি নিয়েছিল টাটা।
ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর আসনে বসার পর ভূপেশ বাঘেল জানিয়েছিলেন, তিনি এই জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার পক্ষে। টাটাদের অধিগৃহীত জমি যেন কৃষকদের ফিরিয়ে দেওয়া হয় এই মর্মে ক্যাবিনেটে প্রস্তাব আনার নির্দেশ দেন আধিকারিকদের। এরপরই রবীন্দ্র চৌবে কৃষকদের জমি ফেরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Afj4Du
December 26, 2018 at 06:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন