চট্টগ্রাম , ২৮ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৪তম ম্যাচে সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বিপিএলের আগের ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে আছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পর্যায়ে আছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা দুজনই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। একমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলে যাওয়া মাশরাফি জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন একদিনের ক্রিকেটে। টেস্ট এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। ঢাকা ডায়নামাইটস: হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব ও কাজী অনিক। রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম ও শহিদুল ইসলাম। এইচ/১৮:৪৫/২৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DDtAXc
January 29, 2019 at 12:46AM
28 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top