কংগ্রেসের আইন অমান্য কর্মসূচি ঘিরে রণক্ষেত্র কর্ণজোড়া জেলা প্রশাসনিক ক্যাম্পাস

রায়গঞ্জ, ২৮ জানুয়ারিঃ কংগ্রেসের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে সোমবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় কর্ণজোড়া জেলা প্রশাসনিক ক্যাম্পাস। এদিন প্রশাসনিক ভবনে পুলিশের সামনে ধাক্কাধাক্কি শুরু হয় কংগ্রেস কর্মীসমর্থকদের। পরে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যান কংগ্রেসের কর্মীরা। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, ৩০ হাজার কংগ্রেস কর্মীকে আটক করা হলেও নিঃশর্তে তাদের ছেড়ে দেয়া হয়।

এদিন দুপুরে নারোদা, সারদা, রাফায়েল সহ বিভিন্ন দুর্নীতির তদন্তের দাবির পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা সুষ্ঠু করার দাবিতে আন্দোলনে নামে কংগ্রেস। কর্ণজোড়া প্রশাসনিক ভবনের বিপরীত মাঠে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেসের সম্পাদিকা দীপা দাশমুন্সি, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়, রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত,  বীরভূমের কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ, এআইসিসির সহ-সম্পাদক ভিপিসিং, দার্জিলিংয়ের কংগ্রেস নেতা শঙ্কর মালাকার প্রমুখ। পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিং, ডিএসপি সদর প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশবাহিনী।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2G3EAPb

January 28, 2019 at 06:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top