মুম্বই, ২ জানুয়ারিঃ ফের খবরের শিরোনামে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। এ বার ইউ টিউব থেকেই উধাও হয়ে গেল এই ছবির ট্রেলার। এতে বেজায় চটেছেন ছবির মুখ্য অভিনেতা অনুপম খের। এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর চরিত্রে দেখা যাবে তাঁকে।
নিজের টুইটার অ্যাকাউন্টে ইউ টিউবকে একহাত নিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় @YouTube!!! আমাকে অনেকে ফোন করে বা মেসেজ করে বলছেন, দেশের বিভিন্ন প্রান্তে #TheAccidentalPrimeMinister -এর ট্রেলার টাইপ করলে তা দেখা যাচ্ছে না বা ৫০তম স্থানে দেখাচ্ছে। গতকালও আমরা শীর্ষস্থানে ট্রেন্ডিং ছিলাম। অনুগ্রহ করে সাহায্য করুন। #HappyNewYear. #37millionviews https://youtu.be/q6a7YHDK-ik’
অনুপম খেরের এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, তাঁর ছবির ট্রেলার সার্চ করতে ইউ টিউবের প্রথম পাতায় অন্তত তা দেখা যাচ্ছে না। বুধবার সকাল পর্যন্ত এমনই পরিস্থিতি ছিল। পরে অবশ্য ট্রেলারটি সার্চ রেজাল্টের প্রথম সারিতেই চলে আসে।
Dear @YouTube!!! I am getting messages & calls that in parts of our country if you type, trailer of #TheAccidentalPrimeMinister, it is either not appearing or at 50th position. We were trending at No.1 yday. Please help. #HappyNewYear. #37millionviews https://t.co/TUu4AtaRzk pic.twitter.com/KhoZJuxmmu
— Anupam Kher (@AnupamPKher) January 1, 2019
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2s6zycq
January 02, 2019 at 05:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন