একশো দিনে ২০ টি রাজ্যে প্রচার চালানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জানুয়ারিঃ জোর কদমে চলছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। নিজের জায়গা ধরে রাখতে ময়দানে নামতে প্রস্তুত প্রধানমন্ত্রীও। আগামি ১০০ দিনে ২০টি রাজ্যে প্রচার করবেন মোদি।

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিগড়ের বিপর্যয় কাটিয়ে নতুন করে রণনীতি তৈরি করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে যে ১২৩টি আসনে বিজেপি হেরেছিল সেই ১২৩টি আসনে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে এমনকিছু রাজ্য আছে যেখানে সাংগঠনিক দিক থেকে বিজেপি দুর্বল। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশা। এই রাজ্যগুলিকে প্রচারের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে পরিকল্পনা রয়েছে বিজেপির। পাশাপাশি, আগামি বছর যারা প্রথম ভোট দেবেন তাদের কথা মাথায় রেখে ‘পেহলা ভোট মোদি’ কর্মসূচি আনা হয়েছে বিজেপির তরফে। নতুন ভোটারদের টানতে ১২ জানুয়ারি থেকে প্রচারে নামবে বিজেপি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2LJF25X

January 02, 2019 at 05:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top