কলকাতা, ৩০ জানুয়ারি-ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বাংলায় দলীয় জনসভা করবেন তিনি৷ জানালের রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তবে কোথায়, কবে শাহের সভা হবে তা এখনও স্থির হয়নি৷ লক্ষ্য ১৯শের লোকসভায় মসনদে প্রত্যাবর্তন৷ গো-বলয়ের বিধানসবা ভোটে ধাক্কা থাওয়ার পর বিজেপির নজরে বাংলা৷ এই বঙ্গভূমি থেকেই বেশি লোকসভা আসনে জয় পেয়ে সরকার গঠন করতে চায় মোদী-শাহ জুটি৷ বেঁধে দেওয়া হয়েছে ২৩টি লোকসভা আসন জয়ের লক্ষ্য৷ তৃণমূল গড়ে পদ্ম ফুল ফোটানোর কাজ নেহাত সহজ নয়৷ জানেন অতি বড় গেরুয়া শিবিরের নেতাও৷ তাই বোট ঘোষণার আগে থেকেই বাংলার বুকে প্রচারের ঝড় তুলেছে কেন্দ্রের শাসক দল৷ সভাস্থলের অনুমতি বিতর্ক মিটিয়ে সেই প্রচারের সূচণা মালদা থেকে করে ফেলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ শারীরিক অসুস্থতা সত্ত্বেও মালদা থেকে রাজ্যে বদলের ডাক দেন তিনি৷ মঙ্গলবার ফের রাজ্যে আসেন বিজেপির চাণক্য৷ সভা করেন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে৷ সেখান থেকেও তুলধনা করা হয় রাজ্যের বর্তমান সরকারকে৷ অবশ্য এরপরই কাঁথি থেকে ফেরার পথেই বিজেপি কর্মীদের উপর হামলা হয়৷ দুষ্কৃতিরা তৃণমূল কর্মী বলে অভিযোগ গেরুয়া শিবিরের৷ বিজেপি মনে করছে, অমিত শাহের সভায় ভিড় ক্রমশ বাড়ছে৷ যা দেখে অস্বস্তিত্বে তৃণমূল৷ মাথা ব্যাথ্যা বেড়েছে জোড়াফুল শিবিরের৷ রাজনৈতিকভাবে না পেরেই তাই এই হামলা শুরু করেছে তারা৷ এই পরিস্থিতে চাপ বাড়াতেই রাজ্যে হেভিওয়েট নেতাদের রাজ্যে আনার কৌশল নিয়েছে কেন্দ্রীয় শাসক দলের থিঙ্ক ট্যাঙ্ক৷ এই তালিকায় প্রধানমন্ত্রীর সঙ্গেই অন্যতম নাম দলের সভাপতি অমিত শাহের৷ তৃণমূলের উপর চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যের বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধিও অন্যতম লক্ষ্য দলের নেতাদের৷ রাজ্যকে গুরুত্ব দিয়ে বারংবার সভা করছেন দলের সর্বভারতীয় সভাপতি৷ এই বার্তা দিতেও অমিত শাহ ফের রাজ্য সভা করবেন বলে মনে করা হচ্ছে৷ রথের চাকা আদালতেই আটকে গিয়েছে৷ রাজ্য নেতৃত্বের উপর ভরসা রাখতে না পেরে ব্রিগেডে প্রদানমন্ত্রীর সবাও বাতিল করছে কেন্দ্রীয় নেতারা৷ মুখ পুড়েছে গেরুয়া বাহিনীর৷ ড্যামেজ কনট্রোলে তাই রাজ্যের নানা প্রান্তে হেভিওয়েটদের নিয়ে সবা করার কতা জানিয়েছিল রাজ্য বিজেপি নেতারা৷ প্রথম পর্যায়ে পাঁচবার সভা করার কথা বিজেপি সভাপতির৷ ইতিমধ্যেই দুবার সেই সভা হয়ে গিয়েছে৷ তৃতীয় সভা খুব দ্রুত করতে মরিয়া দলের রাজ্য নেতারা৷ সায় দিয়েছেন অমিতজী নিজে৷ তাই রথযাত্রা, ব্রিগেডের মতো গড়িমসি আর নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে দলের সর্বভারতীয় সভাপতির সভার প্রস্তুতির অপেক্ষায় দিলীপ ঘোষরা৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RqSRay
January 30, 2019 at 10:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন