কলকাতা, ৩০ জানুয়ারি-কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে মৌসম নূরের তৃণমূলে যোগদানে উলটে গিয়েছে বহু রাজনৈতিক সমীকরণ৷ তবে তার কংগ্রেস ছেড়ে যাওয়াকে দল একেবারেই বড় ক্ষতি মানতে নারাজ৷ আর তাই মৌসমের জায়গায় ইশা খানকে তুরুপের তাস হিসেবেই দেখছিল কংগ্রেস৷ তবে ৭২ ঘন্টা যেতে না যেতেই কংগ্রেসের সেই পরিকল্পনাও ধাক্কা খেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ মৌসম দল ছাড়ার পরেই উত্তর মালদহে তার ভাই ইশা খান চৌধুরিকে প্রার্থী করে মৌসমকে বার্তা দিতে চেয়ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ তার এই রণকৌশল এবার ভেস্তে দিতে চলেছে তৃণমূল৷ সূত্রের খবর, সাংসদ আবু হাসেম খান চৌধুরির ছেলে সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরীও তৃণমূলে যৌগ দিতে চলেছেন৷ তৃণমূলের একাধিক সূত্রে খবর মিলেছে, কলকাতায় এসেছেন ইশা, কিন্তু প্রদেশ কংগ্রেসের কারও সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা নেই৷ কংগ্রেসের এই প্রার্থীর কলকাতায় আসা নিয়ে জল্পনা বাড়ছে৷ তবে কংগ্রেসের একটা অংশ ইশা খান চলে যেতে পারে তা মানতে নারাজ৷ তাঁদের মতে, এটা স্রেফ গুজব ছড়ানো হচ্ছে৷ তবে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে মৌসম যেমন আগেই ইঙ্গিত দিয়েছিলেন৷ তেমনই যোগদানের পরেও আরও অনেকের কংগ্রেস ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন৷ প্রসঙ্গত, দল ছাড়ায় নিজের বোনকেই বিশ্বাসঘাতক বলছিলেন সুজাপুরের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরি৷ প্রশ্ন তুললেন, মৌসম কীভাবে বোঝাবেন মানুষের উন্নয়ন করতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মৌসমের অনুপস্থিতিতে উত্তর মালদহ লোকসভার প্রার্থী হবেন ঈশা খান৷ সোমবারই ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ অবশ্য প্রার্থী হওয়ার বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ ঈশা৷ এই প্রথম বাংলার কোনও কংগ্রেস সাংসদ দল ছেড়ে নাম লিখিয়েছেন রাজ্যের শাসক শিবিরে৷ অস্বস্তিতে বিধানভবনের নেতারা৷ এই পরিস্থিতিতে সুজাপুরের বিধায়ককে সামনে রেখেই বাজিমাতের চেষ্টাতে ছিল কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব৷ মঙ্গলবারই মৌসমের বিরুদ্ধে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি জানান, তৃণমূলে গিয়ে আসলে বিজেপির হাত শক্ত করল মৌসম৷ বিষয়টিতে মানসিকভাবে আঘাত পেয়েছেন দলের কর্মীরা৷ উত্তর মালদহের সাংসদকে বিশ্বাসঘাতক বললেও সোমেন মিত্রর কথাতেই সায় দেন ঈশা খান৷ সুজাপুরের বিধায়কের অভিযোগ করেছলেন, পঞ্চায়েত ভোটে ভরাডুবির পর থেকেই দল বদলের চেষ্টা করেন মৌসম৷ দলের জেলা সভাপতি হলেও কোনও রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিতেন না তিনি৷ দূরত্ব বেড়ে গিয়েছিল মানুষের সঙ্গে৷ ফলে মৌসমের দল বদলে খুব একটা প্রভাব পড়বে না৷ তবে ইশা খানও কি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন কি না সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতেই ফের বাড়ছে জল্পনা৷ প্রসঙ্গত, ইশা খানের সঙ্গে বহুবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভবপর হয়নি৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Wuox2D
January 30, 2019 at 10:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন