প্রবল তুষারপাত উপত্যকায়

 

শ্রীনগর, ৫ জানুয়ারিঃ মরশুমের প্রথম থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উপত্যকায়। চলছে তুষারপাতও। জমে গিয়েছে ডাল লেক। শনিবার সকাল থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা চলবে তুষারপাত। প্রায় চারফুট পুরু বরফের স্তর জমে গিয়েছে রাস্তাঘাটে। যার জেরে বন্ধ উড়ান। শনিবার সকাল থেকে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানও ওঠানামা করেনি।

দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। অবরুদ্ধ হয়ে পড়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। শ্রীনগর-লেহ হাইওয়ে, মুঘল রোডে যান চলাচল বন্ধ রয়েছে। গুরেজ এবং তাংধর পাস বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে গুলমার্গ, সোনমার্গ, পির পঞ্জল এবং পেহেলগাঁওয়ে। শ্রীনগরের অবস্থাও করুন।

স্থানীয় প্রশাসনের তরফে রাস্তা পরিষ্কারের কাজ করা হলেও ক্রমাগত তুষারপাতের কারণে সেটা সম্ভব হচ্ছে না। উপত্যকার বেশিরভাগ অংশই বিদ্যুত্‍ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ১.‌৩ ডিগ্রি সেলসিয়াস, পেহেলগাঁও মাইনাস ২.‌৮, গুলমার্গ মাইনাস ৭.‌৩ ডিগ্রি সেলসিয়াস। লেহ-র তাপমাত্রা মাইনাস ৮ এবং কারগিল মাইনাস ১৫.‌৬ ডিগ্রি সেলিয়াসে পৌঁছে গিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SBf9b3

January 05, 2019 at 03:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top