অ্যামস্টারডার্ম, ৫ জানুয়ারিঃ কর ফাঁকির অভিযোগ উঠল টেক জায়েন্ট গুগলের বিরুদ্ধে। অভিযোগ, ভুয়ো ডাচ সংস্থা তৈরি করে ২০১৭ সালে তারা ২২.৭ বিলিয়ন মার্কিন ডলার অর্থ বারমুডায় পাচার করেছে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৫,৮১,৮৪,৯৫,০০,০০০ টাকা। ডাচ চেম্বার অফ কমার্সে পেশ করা রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে।
২১ ডিসেম্বর পেশ করা ওই নথি অনুসারে, গুগল নেদারল্যান্ডস হোল্ডিং লিমিটেডের মাধ্যমে বারমুডায় টাকা পাচার করা হয়েছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের তুলনায় এই অর্থ ৪ বিলিয়ন ইউরো বেশি। বারমুডায় কোনো আয়কর দিতে হয় না।
তবে কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছে গুগল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আমরা সমস্ত কর মিটিয়ে দিয়েছি। বিশ্বের যে সমস্ত দেশে আমরা কাজ করি সে সমস্ত দেশের কর আইন মেনে চলি।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AuD5WM
January 05, 2019 at 03:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন