ঢাকা, ০৩ জানুয়ারি- গত বছরের শুরুতে অপরাধী গান দিয়ে আলোচনায় আসেন সঙ্গীতশিল্পী আরমান আলিফ। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও সমাদৃত হয় গানটি। এবছর অর্থাৎ ২০১৯ সাল তিনি শুরু করলেন অহংকার গান দিয়ে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশনর ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে গানটি প্রকাশ পেয়েছে। আলিফের নতুন বছরের প্রথম গানটির কথা লিখেছেন শাওন হোসাইন সাজু। সুর-সঙ্গীত করেছেন এসকে সমীর। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন অপরাধী গানের মডেল আনান খান। তার সঙ্গে রয়েছেন তাহি। অহংকার নিয়ে আরমান আলিফ এবং সঙ্গীত পরিচালক এসকে সমীর বেশ আশাবাদী। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রেও একই বার্তা দিয়েছেন। এদিকে একই প্রতিষ্ঠান থেকে আলিফের সর্বশেষ গান আমার আমার লাগে প্রকাশিত হয় মাস দেড়েক আগে। এমএ/ ০৯:১১/ ০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GR5gVy
January 04, 2019 at 03:14AM
03 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top