উপহার হিসেবে মোদিকে ভোট দেওয়ার আবেদন, ভাইরাল বিয়ের কার্ড

ম্যাঙ্গালোর, ৩ জানুয়ারিঃ ‘উপহার নিয়ে আসবেন না, আপনার আশীর্বাদই আমাদের উপহার।’ বা ‘উপহার দিতে হলে গরিবদের দান করুন।’-এমন আবেদন বিয়ের আমন্ত্রণপত্রে প্রায়ই চোখে পড়ে। তবে ভোটের প্রচারের কাজে বিয়ের আমন্ত্রণপত্রের ব্যবহার দেখা গেল সম্ভবত এই প্রথমবার । ম্যাঙ্গালোরের হবু দম্পতি নিহল কুমার এবং অঙ্কিতা সাউ তাদের বিয়ের আমন্ত্রণপত্রে মোদিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে রাতারাতি শিরোনামে চলে এসেছেন। তাদের বিয়ের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Posted by Arun Prasad on Wednesday, December 26, 2018



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BYy34M

January 03, 2019 at 09:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top