উপহার হিসেবে মোদিকে ভোট দেওয়ার আবেদন, ভাইরাল বিয়ের কার্ড

ম্যাঙ্গালোর, ৩ জানুয়ারিঃ ‘উপহার নিয়ে আসবেন না, আপনার আশীর্বাদই আমাদের উপহার।’ বা ‘উপহার দিতে হলে গরিবদের দান করুন।’-এমন আবেদন বিয়ের আমন্ত্রণপত্রে প্রায়ই চোখে পড়ে। তবে ভোটের প্রচারের কাজে বিয়ের আমন্ত্রণপত্রের ব্যবহার দেখা গেল সম্ভবত এই প্রথমবার । ম্যাঙ্গালোরের হবু দম্পতি নিহল কুমার এবং অঙ্কিতা সাউ তাদের বিয়ের আমন্ত্রণপত্রে মোদিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে রাতারাতি শিরোনামে চলে এসেছেন। তাদের বিয়ের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BYy34M

January 03, 2019 at 09:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top