নুসরত জাহান। গত বছর কয়েকে বাংলা ছবিতে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন। ধরা রইল তাঁর নানা মুহূর্ত। রুপোলি পর্দায় নুসরতের যাত্রা শুরু রাজ চক্রবর্তীর শত্রু (২০১১) ছবি দিয়ে। নুসরতের জন্ম কলকাতায়। কলকাতারই এক মিশনারি স্কুলে তাঁর পড়াশোনা। তার পর স্নাতক স্তরে কমার্স নিয়ে পড়েন, ভবানীপুর কলেজে। প্রথমে মডেল হিসেবে কাজ করতেন নুসরত। ২০১০ নাগাদ মডেলিং শুরু করেন। এই সময় ফেয়ার-ওয়ান মিস কলকাতা স্বীকৃতি পান। তার পরই টলিউডে পা রাখা নুসরতের। শত্রু-র পর হিট করে তাঁর অভিনয়ে খোকা ৪২০ (২০১৩)। এর পরে খিলাড়ি (২০১৩), জামাই ৪২০ (২০১৫) ছবিতে অভিনয় করেন। জামাই ৪২০ ছবির জন্য নায়ক অঙ্কুশের সঙ্গে পুরস্কৃতও হন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছে তাঁর তিনটি ছবি। ২০১৯-এ মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন ছবি সেভেন। নুসরতের সৌন্দর্যে মুগ্ধ টলিউড। দুষ্টু-মিষ্টি। নিজস্বীতে নুসরত। খোলামেলা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WjstTT
January 26, 2019 at 06:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন