ওয়েলিংটন, ২৫ জানুয়ারি- প্রতিদ্বন্দ্বিতা আগের থেকে এখন অনেকটাই বেড়ে গিয়েছে ভারতীয় দলে। আর তাই সিনিয়র ক্রিকেটাররাও চাপে পড়ছেন। যে সে নন, স্বয়ং শিখর ধবনই জানিয়েছেন এমন কথা। নিউ জিল্যান্ডে এখন ভারতীয় দল। প্রথম ওয়ানডে জিতে নিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ওয়ানডে-র ঠিক আগে ভারতের বাঁ হাতি ওপেনার ধবন ভারতীয় দলের সাজঘরের হাল হকিকত জানিয়েছেন। সম্প্রতি পৃথ্বী শ ও শুবমান গিলের মতো ক্রিকেটার উঠে এসেছেন। দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন তাঁরা। যা সুযোগ পাচ্ছেন, সেই সুযোগকে কাজে লাগাচ্ছেন। পৃথ্বী শ-র টেস্ট অভিষেক হয়েছে অক্টোবরে। আর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরজে ডাক পেয়েছেন শুবমান। তরুণ ক্রিকেটাররা দ্রুত উঠে আসায় প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে পৃথ্বী শ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এতেই প্রমাণিত ভারতের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী। দ্বিতীয় ওয়ানডের আগে ধবনও বলেছেন সে কথা। অর্থাৎ যেটা বোঝাতে চাইলেন, তা হল, দলের ভিতরে রয়েছে সুস্থ প্রতিযোগিতা। আর সুস্থ প্রতিযোগিতার ফলে টিম ইন্ডিয়াকেও শক্তিশালী দেখাচ্ছে। প্রতিটি ক্রিকেটার নিজেদের সেরাটা নিংড়ে দিচ্ছেন। একটা সিরিজে কেউ ব্যর্থ হলে পরের সিরিজেই ঘুরে দাঁড়াচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রান পাননি ধবন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরেছেন তিনি। এর ফলে ভারতীয় দলকে শক্তিশালী দেখাচ্ছে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FPrQfY
January 26, 2019 at 06:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন