আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজে নতুন ভবনের উদ্বোধন করলেন শফিক চৌধুরী

IMG_20190121_224544বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বাস্তবায়নকৃত উন্নয়ন কর্মকান্ডে দেশের সর্বস্তরের মানুষ সন্তুষ্ঠ বলেই সদ্য সম্পন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে জাতির জনকের কন্যা শেখ হাসিনা’কে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আওয়ামী লীগ মানুষের প্রাপ্য অধিকার মানুষকে শতভাগ নিশ্চিত করতে পারায় এ বিশাল বিজয় এসেছে। আগামীতেও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শিক্ষাসহ দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হবে। সকলের সার্বিক সহযোগীতায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে “দূর্নীতি মুক্ত, সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে বিনির্মিত হবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।

তিনি সোমবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নতুন একাডেমিক ভবন ‘রজত জয়ন্তী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হাসান ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হোসাইন আহমদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস শহিদ বাদশা মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক কাওছার উদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ফখরুল ইসলাম, আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় সমাজ সেবক মাহবুবুর রহমান, পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম দুদু মিয়া, বর্তমান সদস্য পীর জিতু মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য রমজান আলী, কৌতুক অভিনেতা বেলাল আহমদ মুরাদ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর মেম্বার, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার মিয়া, সংগঠক পীর এনামুল হক, যুবলীগ নেতা শেখ শহিদুল ইসলাম, রনজিত বিহারী দাশ, আসাদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শংকর বিহারী দাশ, হুসিয়ার আলম, রিয়াজ উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল মুকিদ সুমন, মিয়াদ আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2AUv7Xa

January 21, 2019 at 10:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top