বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথের মামনি ফার্মেসী ও মা-মণি ডিজিটাল ডায়গনিষ্টক সেন্টারের ডিরেক্টর এবং বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু’র স্বপরিবারে যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার ও শনিবার পৃথক দুই অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার রাতে মা-মণি ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারের উদ্যোগে সিলেট নগরীর একটি হোটেলে এক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডাঃ জয়ন্ত কুমার দাশ, ডাঃ এস এম আহমেদ ফারুক, ডাঃ নজরুল ইসলাম মতিন, ডাঃ এ এইচ এম খায়রুল বাশার, ডাঃ কিশোয়ার পারভীন, ডাঃ মো. মোহনিজ্জুমান খান, ডাঃ নবেন্দু চৌধুরী, ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান মুসা, ডাঃ সুশান্ত সিংহ, ডাঃ মো. আব্দুস সামাদ আজাদ, প্রতিষ্ঠানের এমডি নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা হেলাল, পরিচালক ফয়জুর রহমান, রুহুল আমিন আঙ্গুর, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ কলিম, ব্যাংক কর্মকর্তা মৃণাল কান্তি দে, ল্যাব টেকনোলজিষ্ট মো. আল আমিন, সহকারী হিসাব রক্ষক নয়ন দে, ফামেসী ম্যানেজার ধ্র“ব দে প্রমূখ।
শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ পুরান বাজারের একটি হলরুমে বিশ্বনাথ বন্ধুসভা আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার উপদেষ্ঠা ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। সংগঠনের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বন্ধুসভার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইশতিয়াকুর রহমান, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, বন্ধুসভার সহ সভাপতি কামাল মুন্না, আনহার আলী, যুগ্ন সম্পাদক এমদাদ হোসেন নাঈম, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, সদস্য ফজলুর রহমান শিপন, দিনাজ পাল, সাহেদ আহমদ প্রিন্স, বকুল আহমদ প্রমূখ। এময় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ডাঃ প্রবীর কান্তি দে পিংকুকে স্মারক প্রদান করা হয়।
পৃথক অনুষ্ঠানে ডাঃ প্রবীর কান্তি দে পিংকু বলেন, দীর্ঘ সময় সকলের ভালবাসার পাত্র হয়ে ছিলেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সবার সাথে দেখা করতে পারেন নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সকলের আর্শিবাদ কামনা করেন।
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক ডাঃ প্রবীর কান্তি দে পিংকু আগামী ৩০ জানুয়ারী স্বপরিবারে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2T4uQIb
January 21, 2019 at 10:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন