তুফানগঞ্জে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, পুলিশ ক্যাম্পে আগুন

কোচবিহার, ২১ জানুয়ারিঃ তুফানগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অটোচালকের। আহত হয়েছেন ৭ জন। সোমবার সন্ধ্যায় মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাকুরতলা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকুরতলা এলাকায় নাকা চেকিং ক্যাম্পের কাছে যাত্রীবাহী একটি অটোর সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় অটোচালকের। ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে প্রথমে মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কোচবিহার মেডিকেল কলেজে ভরতি করা হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের নাকা চেকিং ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, নাকা চেকিং পোস্টে পুলিশ টাকা তোলে। তুফানগঞ্জের এসডিপিও ফারুক মহম্মদ চৌধুরি বলেন, ‘পুলিশের টাকা তোলার বিষয়ে কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’ কোচবিহার জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানান, দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু হয়েছে। তদন্ত শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FP4TIT

January 21, 2019 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top