কলকাতা, ২৪ জানুয়ারি- বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হেরে গেল রাজ্য সরকার। ফলে বাম আমলের বোঝা বইতেই হচ্ছে তৃণমূল সরকারকে। পিটিটিআই সার্টিফিকেটধারী মামলাকারী চাকরিপ্রার্থীদের ১২ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য এ রাজ্যের সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কউলের বেঞ্চ এর পাশাপাশি নির্দেশ দিয়েছে, শূন্যপদ না থাকলে প্রয়োজনে পদ সৃষ্টি করে তাদের চাকরি দিতে হবে। ২০০৪-০৫ শিক্ষাবর্ষের পিটিটিআই সার্টিফিকেটধারীদের ২০০৬ সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রশিক্ষিত বলে জানায়। কিন্তু ২০০৯ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এদের অপ্রশিক্ষিত বলে। এবং পিটিটিআই-এর সার্টিফিকেট থাকা সত্ত্বেও এদের ২২ নম্বর দেওয়া হয়নি। তখন কয়েকশো চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার রাজ্য সরকারকে এই প্রার্থীদের নিয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিতে বলেন। তখন রাজ্য সরকার ২ বছরের ব্রিজ কোর্স চালু করে। কিন্তু মামলাকারী প্রার্থীরা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অমিত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেন সিঙ্গল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে। সেখানে ডিভিশন বেঞ্চ মামলাকারীদের সার্টিফিকেট বৈধ বলে রায় দেয়। এবং ২২ নম্বর অতিরিক্ত দিয়ে তাদের চাকরি দিতে বলে। কিন্তু ২০১২ সালে রাজ্য সরকার এদের চাকরি না দিয়ে সুপ্রিম কোর্টে আসে। কিন্তু পরের বছরই হঠাৎ সরকার দেশের শীর্ষ আদালত থেকে তাদের আবেদন প্রত্যাহার করে। ফলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল থাকে। এ দিকে, তা সত্ত্বেও সরকার তাঁদের চাকরি দেয়নি। ২০১৫ সালে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে চাকরিপ্রার্থীরা ফের আসেন। বিচারপতি বসাক তাঁদের চাকরি দিতে বললেও তৎকালীন বিচারপতি সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে। এ বার অনিমা খাতুন-সহ কয়েকশো প্রার্থী সুপ্রিম কোর্টে আসেন। বিচারপতি সঞ্জয় কাউলের বেঞ্চে প্রার্থীদের আইনজীবী অমিতাব্রত রায় বলেন, পিটিটিআই সার্টিফিকেটধারীদের শংসাপত্র বৈধ। তা হলে সরকার তাঁদের ২২ নম্বর দিয়ে চাকরি দিক। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী ভি গিরি বলেন, শূন্যপদে শিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে। এখন কী করে ওঁদের চাকরি দেওয়া হবে? শেষমেশ শীর্ষ আদালতের রায়, ১২ সপ্তাহের মধ্যে মামলাকারী প্রার্থীদের চাকরি দিতে হবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2sIovGV
January 25, 2019 at 05:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top