কলকাতা, ২৭ জানুয়ারি- সামনে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে বাংলায় সভা করে গেছেন অমিত শাহ। এরই মধ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথরা। BJP-র হেভিওয়েট নেতাদের একের পর এক বাংলা সফর নিয়ে গতকাল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪২টি পাবে তৃণমূল কংগ্রেস। তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গের জন্য BJP-র এত সময় দিয়ে কোনও লাভ হবে না। গতকাল, কলকাতার ৫২ নম্বর ওয়ার্ডে এপিজে আবদুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠানে সুদীপবাবু যোগ দেন। সেখানে দুস্থ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে সেলাই মেশিন বিলি করা হয়। অনুষ্ঠানে সুদীপবাবু ছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা, কাউন্সিলর সন্দীপন সাহা প্রমুখ। এ রাজ্য থেকে মোট ২৩টি আসনে জয় চাইছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু BJP-র এই দাবিকে প্রলাপ বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগে ব্রিগেডের মঞ্চে জাতীয় নেতাদের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্যের প্রতিটি আসনেই জয় পাবে তৃণমূল কংগ্রেস। তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের আসন হবে ৪২ এ ৪২। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথার প্রতিধ্বনি শোনা গেল সুদীপবাবুর গলায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য BJP-র এত বেশি সময় দেওয়ার কোনও প্রয়োজন নেই। তৃণমূলের বিকল্প নেই। রাজ্যের ৪২টি কেন্দ্রই তৃণমূলের দখলে যাবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Umhjfm
January 27, 2019 at 11:12PM
27 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top