সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা

চাঁচল, ৫ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভলগ্নে চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন সংলগ্ন ময়দানে ভায়োলিন ইনস্ট্রামেন্টাল এর মাধ্যমে শুভ সূচনা হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তর এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ওই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত দ্রব্যের প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হয়েছে ওই মেলায়।

শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্‌বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল। স্বাগত ভাষণ দেন  ‘চাঁচল মহকুমা সবলা মেলা ও ক্রেতা সুরক্ষা মেলা কমিটি’-র সভাপতি তথা চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়। এছাড়াও ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরডিসির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর বিমল কৃষ্ণ সাহা, জেলা কনজিউমার অফিসার পরীক্ষিত পাটোয়ারি , মালদা জেলা পরিষদের সহসভাপতি চন্দনা  সরকার, নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ,  চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস, মালদা জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম, মালদা জেলা পরিষদের সদস্যা উম্মেহানি বিবি সহ অন্যান্য সরকারি আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2LW1ol2

January 05, 2019 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top