মালিয়াকে ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ তকমা দিল স্পেশাল কোর্ট

মুম্বই, ৫ জানুয়ারিঃ ‘আর্থিক কারচুপির দায়ে অভিযুক্ত পলাতক’, ২০১৮-য় আইন পাশ হওয়ার পর শিল্পপতির তকমা প্রথম পেলেন বিজয় মালিয়া। মুম্বইয়ের দুর্নীতি বিরোধী আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আবেদন শুনে মালিয়াকে ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ হিসেবে ঘোষণা করেছে।

এই মামলায় তাঁর স্বপক্ষে যুক্তি দিতে আরও কিছু সময় চেয়েছিলেন বিজয় মালিয়া। কিন্তু কোর্ট তা খারিজ করে দেয়। এই আইন মোতাবেক ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ হলেন সেই ব্যক্তি, যাঁর নামে আর্থিক কারচুপির দায়ে গ্রেফতার পরোয়ানা রয়েছে এবং যিনি দেশ ছেড়ে পালিয়েছেন অথবা দেশে ফিরতে অনাগ্রহী। ‘মানি লন্ডারিং’ আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ হিসেবে ঘোষণা করা হলে তদন্তকারী সংস্থা তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।
শুক্রবার সংসদে জানানো হয় যে গত পাঁচ বছরে ২৭ জন ঋণখেলাপী শিল্পপতি দেশ ছেড়েছেন। এদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2s9duOz

January 05, 2019 at 06:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top