স্কুলের রং পরিবর্তন নিয়ে বিতর্ক চাঁচলে

চাঁচল, ১৪ জানুয়ারিঃ মালদা জেলার প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম চাঁচলের সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশন৷ চাঁচলের রাজা শরৎচন্দ্র এই স্কুল নির্মাণ করেছিলেন৷ এমন একটি ঐতিহ্যবাহী স্কুল নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ বিদ্যালয় ভবনে হলুদ রং মুছে ফেলে নীল সাদা রং করা তে বিতর্কের ঝড় উঠেছে মালদার চাঁচলে। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত স্কুলটি এলাকাবাসীর কাছে পরিচিত হয়ে যায় হলুদ বিল্ডিং নামে৷ সম্প্রতি সেই রং মুছে গোটা স্কুল ভবনকে নীল-সাদার মোড়কে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে৷ এই নিয়েই বিতর্ক দেখা দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাক্তন ছাত্র, এমনকি শিক্ষক মহলেও৷

স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ দাস বলেন, এই স্কুলকে সবাই হলুদ বিল্ডিং বলে চেনেন৷ এখন স্কুল প্রশাসন সেই বিল্ডিংকে নীল-সাদায় রূপান্তরিত করছে৷ তাঁরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন৷ তাঁরা চান, স্কুলের গায়ে পুরোনো হলুদ রং করা হোক৷ গোটা ঘটনার প্রতিবাদে তাঁরা প্রাক্তনী হিসাবে সংঘবদ্ধ হচ্ছেন।

যদিও এনিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক আসরারুল হক৷ তিনি জানান, স্কুলের ইউনিফর্মের রং নীল-সাদা৷ তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই স্কুল ভবনের রং নীল-সাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভবনের সামনের অংশ রং-এর কাজও প্রায় শেষের দিকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TR84nc

January 14, 2019 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top