পূর্বলন্ডনে বিশ্বনাথের আসমা খুন, স্বামী আটক

IMG_20190114_202104দ্যা গ্লোবালনিউজ২৪ :: যুক্তরাজ্যের বাঙালী অধ্যুষিত পূর্বলন্ডনে নিজঘরে সিলেটের বিশ্বনাথের আসমা বেগম (৩৩) নামের তিন সন্তানের জননী খুন হয়েছেন। গত শুক্রবার এই ঘটনা ঘটে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটপাড়া গ্রামের মৃত সফর উল্লাহর মেয়ে। খুনের দায়ে শনিবার তার স্বামী জালাল উদ্দিনকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। জালাল একই গ্রামের মৃত আবদুল খালিকের পুত্র।

দেশে থাকা একটি আত্মীয়সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ঘাড়ে গুরুতর আঘাত করে খুন করা হয় আসমা বেগমকে। এর দায়ে পরদিন শনিবার তার স্বামী জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। খুনের আলামতের ভিত্তিতে রবিবার তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সোমবার খুনের একমাত্র অভিযুক্ত হিসেবে তাকে লন্ডনের থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসমা বেগম। এর প্রায় দুই বছর পর সেখানে পাড়ি জমান তিনি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2RsOvVt

January 14, 2019 at 08:24PM
14 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top