রায়গঞ্জ, ১৯ জানুয়ারিঃ রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া গ্ৰামে ২৬ জনের কিডনি উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গত ছয় মাস যাবত মানব দেহের বিভিন্ন অংশ পাচারের খবর আসছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে। আসছিল আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের সক্রিয় হওয়ার খবরও। এর প্রেক্ষিতে মানব অঙ্গ পাচার রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। জানা গিয়েছে, অঙ্গদানের বিষয়টির নজরদারি করতে এবার প্রতিটি ব্লক পঞ্চায়েত ও মহকুমাস্তরে দুই সদস্যের ভেরিফিকেশন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চায়েত স্তরে প্রতি ব্লকে স্থানীয় স্বাস্থ্য আধিকারিক ও বিডিওরা থাকবেন নজরদারি কমিটিতে। পুরো এলাকায় অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও তাঁদের নিয়ে গঠিত হবে ভেরিফিকেশন কমিটি। কলকাতা পুরসভা এলাকায় কমিটিতে থাকবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুর কমিশনার। অঙ্গদানের আবেদন পাওয়ার পর অথরাইজেশন কমিটি তা পাঠিয়ে দিবে ভেরিফিকেশন কমিটির কাছে। অঙ্গদানকারীর আর্থিক অবস্থা, পেশা গ্রহীতার সঙ্গে তার সম্পর্ক সবকিছু পুঙ্খানুপুঙ্খ যাচাই করবে ভেরিফিকেশন কমিটি। পাচার সংক্রান্ত নজরদারির লক্ষ্যে প্রতি মাসে অন্তত একবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে ভেরিফিকেশন কমেটি। এক মাসের মধ্যে সমস্ত তথ্য সহ রিপোর্ট পাঠাতে হবে অথরাইজেশন কমিটির কাছে। রিপোর্ট যাচাইয়ের পর অঙ্গদানের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন দেবে কমিটি।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HiC4H7
January 19, 2019 at 10:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন