কলকাতা, ১৯ জানুয়ারি- এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করে কলকাতায় বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে বিজেপিবিরোধী দলগুলোর এক বিশাল সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, মোদি সরকারের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। এ রকম হিটলার ভারতবর্ষে আগে দেখিনি। ৭০ বছরে পাকিস্তান যা করতে পারেনি, চার বছরে মোদি সরকার তাই করেছে। তৃণমূল সুপ্রিমো বলেন, দাম বাড়ছে, বিজেপি হাসছে। বাজার আগুন, জাগুন বাংলা জাগুন। ব্যাংকে ধস, ইকোনমিতে ধস। কিছুতেই এ জিনিস চলতে পারে না। রাফালসহ একাধিক দুর্নীতি হয়েছে এই সরকারের আমলে। সততা দেখাচ্ছে। একবার সরকার পড়ুক, বুঝতে পারবেন। আপনারা রাজনীতির সৌজন্যতা রাখেননি। লালুজি, অখিলেশ, মায়াবতী কাউকে ছাড়েননি। আমাকেও ছাড়েননি। আপনাকেও কেউ ছাড়বে না। মোদি সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও তোপ দাগেন মমতা। তিনি বলেন, প্রকল্পে টাকা দিচ্ছি আমরা। ছবি দিচ্ছে বিজেপির। এটা কেন হবে? ২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদি বলেছিলেন ক্ষমতায় এলেই প্রতি বছর ২ কোটি বেকার যুবককে চাকরি দেওয়া হবে। চাকরি দিয়েছেন কোথায়? বছরে ২ কোটি বেকার হয়েছে। নোট বাতিল করেছেন। জিএসটি এনেছেন। মানুষ সমস্যায় পড়েছে। চাকরি গেছে। আপনি চাকরিই দিতে পারছেন না, সংরক্ষণ কী দেবেন? এদিকে আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। বিজেপির বিরুদ্ধে মহাজোট সরকার দরকার এমন মন্তব্য করে মমতা বলেন, দেশের প্রয়োজনে মহাজোট দরকার। প্রধানমন্ত্রী কে হবে ভাবার দরকার নেই। নির্বাচনের পর সবাই মিলে ঠিক করবো। আমাদের এখানে সবাই নেতা, সবাই কর্মী, সবাই সংগঠক। মনে রাখবেন, আমরা সবাই রাজা। শনিবারের সমাবেশে উপস্থিত হয়েছিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতা যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা, অরুণ শৌরির মতো নেতারাও। তারাও পরিবর্তনের ডাক দেন। এদিন মঞ্চে উপস্থিত থেকে বিজেপিবিরোধী মহাজোট গড়ার আহ্বান জানান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগুদেশমের নেতা চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা কুমার স্বামী, হার্দিক প্যাটেল, জিগনেশ মেওয়ানি, অরুণাচলের সাবেক মুখ্যমন্ত্রী গেগং আপাং, আরএলডি নেতা জয়ন্ত সিংহ, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, বিএসপির সতীশ মিশ্রা, ডিএমকে নেতা এমকে স্টালিন, এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেসের অভিষেক মনু সিংভি প্রমুখ। এমএ/ ১১:০০/ ১৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2W4yX99
January 20, 2019 at 05:06AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.