প্রতারণার অভিযোগ ঘিরে গোলমাল মাথাভাঙ্গায়

 

মাথাভাঙ্গা, ৭ জানুয়ারিঃ চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বক্সিরহাটের বাসিন্দা আনন্দ ভৌমিক (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার তাকে পাকড়াও করে মাথাভাঙ্গা পঞ্চানন মোড়ে নিয়ে আসে প্রতারিত যুবক-যুবতিরা। তাঁদের অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়েছিল ওই ব্যক্তি। তার পর থেকেই পলাতক সে।

জানা গিয়েছে, এদিন টাকা ফেরতের দাবিতে প্রতারিতরা ওই ব্যক্তির ওপর চাপ সৃষ্টি করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে বিক্ষোভকারীদের কবল থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, প্রতারককে উদ্ধার করতে পুলিশ স্থানীয়দের ওপর লাঠিচার্জ করে। এর ফলে আহত হন দুজন। প্রতিবাদে পঞ্চানন মোরে মাথাভাঙ্গা কোচবিহার সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সাহা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2sgUMEt

January 07, 2019 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top