বিমান হানায় খতম আমেরিকার যুদ্ধ জাহাজে হামলাকারী আল কায়দা জঙ্গি

ওয়াশিংটন, ৭ জানুয়ারিঃ বিমান হানায় খতম ২০০০ সালে আমেরিকার যুদ্ধ জাহাজ USS cole-এ হামলার ঘটনার অন্যতম চক্রী জামাল অল-বাদাউই। টুইট করে এইকথা জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, আল কায়দা ২০০০ সালের ১২ অক্টোবর ইয়েমেনের আদেনে বিস্ফোরক বোঝাই একটি নৌকা আমেরিকার যুদ্ধ জাহাজে এসে ধাক্কা মারে। দুই জঙ্গি বিস্ফোরণ ঘটায়। হামলার দায় স্বীকার করে আল কায়দা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2LVKqTH

January 07, 2019 at 09:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top