ফিরহাদ হাকিমের মেয়র পদে নির্বাচন সংবিধানসম্মত, জানাল হাইকোর্ট

কলকাতা, ৪ জানুয়ারিঃ কলকাতার মেয়র পদে ফিরহাদ হাকিমকে বসানোর বিষয়টি সংবিধানসম্মত বলে জানাল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই মামলার রায় দেন বিচারপতি দেবাংশু বসাক। কাউন্সিলর নন এমন কাউকে সরাসরি মেয়র পদে মনোনীত করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কাউন্সিলর বিলকিস বেগম।

বিচারপতি দেবাংশু বসাক বলেন, ‘নির্বাচিত নয় এমন কাউকে পৌর আইন সংশোধন করে মেয়র পদে বসানোয় সংবিধান লঙ্ঘিত হয়নি। তাই আবেদনকারী বিলকিস বেগমের দাবি খারিজ করা হচ্ছে।’ ৩০ নভেম্বর ও ১৭ ডিসেম্বর শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি দেবাংশু বসাক। শুনানি চলাকালীন বিলকিস বেগমের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছিলেন, ‘সংবিধান অনুয়ায়ী মেয়রকে নির্বাচিত কাউন্সিলর হতে হয়।’ কিন্তু, কলকাতা পৌরনিগমের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় বলেন, ‘পৌরসভার নির্বাচন সংক্রান্ত বিষয় সম্পূর্ণ রাজ্য আইনসভার ক্ষমতাধীন। সেখানে কোর্ট নাক গলাতে পারে না।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CPimi2

January 04, 2019 at 03:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top