নয়াদিল্লি, ১৪ জানুয়ারিঃ ইন্ডিয়া গেটে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন অমর জ্যোতি জওয়ানে ঢোকার চেষ্টা করে ওই মহিলা। তাকে আটকায় নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, জওয়ানদের ধাক্কা মারে সে। ঝামেলা শুরু করে। এরপরই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করে। শেষপর্যন্ত মহিলা পুলিশকর্মীরা তাকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, আদতে হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলা মুম্বইয়ে এক আত্মীয়ের বাড়িতে আসছিল। কিন্তু কোনওভাবে দিল্লিতে পৌঁছে যায়। দিল্লি পুলিশের পক্ষ থেকে হায়দরাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, দিন তিনেক আগে নিজামাবাদ থানায় মহিলার নামে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। মহিলার মেডিকেল পরীক্ষা হয়েছে। মহিলা মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। তাকে একটি হোমে পাঠানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2D8swdz
January 14, 2019 at 05:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন