রায়গঞ্জ, ১৪ জানুয়ারিঃ আদিবাসী ও অনগ্রসর কল্যান বিভাগ এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচশো আদিবাসি মহিলাদের নিয়ে সেলাই প্রশিক্ষন কর্মসূচী ‘প্রগতি’র উদ্বোধন হল সোমবার| এদিন বেলা ১২টায় রায়গঞ্জের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের সূচনা হয়| উপস্হিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, ইটাহারের বিধায়ক অমল আচার্য, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার সুমিত কুমার প্রমুখ| অনগ্রসর কল্যান দপ্তরের আধিকারিক প্রদীপ কুমার দাস বলেন আগামি ১৭ জানুয়ারি রায়গঞ্জ ব্লকের আদিবাসি মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষন দেওয়া হবে| ইটাহার,কালিয়াগঞ্জ,করনদীঘি ব্লকের আদিবাসি মহিলাদের প্রশিক্ষন দেওয়া হবে ২২ তারিখে| ৬০ দিনের প্রশিক্ষন শেষে প্রত্যেকে ৬ হাজার টাকা করে পাবেন|
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TND7js
January 14, 2019 at 05:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন