বালুরঘাট, ২ জানুয়ারিঃ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে সামনে রেখে একাধিক পদক্ষেপ নিতে উদ্যোগী হল বালুরঘাট ট্রাফিক পুলিশ। মদ্যপ গাড়ির চালকদের ধরতে এবার ব্রেথ অ্যানালাইজার মেশিনের ব্যবহারে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি, দুর্ঘটনা ঠেকাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার রাতে ৪ জন মদ্যপ চালককে আটক করে তাদের ড্রাইভিং লাইসেন্সসহ বাইকের কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর। এবিষয়ে বালুরঘাট সদর ট্রাফিক ওসি উৎপল চ্যাটার্জি বলেন, ‘এখন থেকে নিয়মিত বিভিন্ন রাস্তায় নেমে ব্রেথ অ্যানালাইজার দিয়ে চালকদের পরীক্ষা করা হবে। মদ্যপ চালকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AnQsrt
January 02, 2019 at 08:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন