মুর্শিদাবাদে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৪

মুর্শিদাবাদ, ২ জানুয়ারিঃ দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত হয়েছেন চারজন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার বাসুদেবপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। সামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে অলিউল মমিন (২০) এবং রহিম মমিন (২১) নামে দুই যুবক একটি বাইকে করে সুতির অরঙ্গবাদ যাচ্ছিল। সেই সময় ফরাক্কা থেকে বহরমপুরগামী একটি লরির সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় অলিউলের। গুরুতর আহত অবস্থায় রহিমকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় রহিমের। লরির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, বুধবার সকালে ভরতপুর থানার গাংড্ডা গ্রামে দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। ভরতপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স এক সদ্যোজাত শিশু সহ চারজন যাত্রীকে নিয়ে গাংড্ডা গ্রামে ফিরছিল। সেই সময় কান্দি থেকে সালারগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিতে ধাক্কা মারে। এই ঘটনায় আহত সদ্যোজাত শিশু সহ চারজনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করেন স্থানীয়রা। লরিটিকে আটক করেছে ভরতপুর থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2R0UOiE

January 02, 2019 at 08:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top