ঢাকা, ০২ জানুয়ারি- মাঠের মতোই নির্বাচনের মাঠেও খেল দেখিয়ে দিলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। মাত্র ৫দিন সময় পেয়েছিলেন প্রচারণার। দিন-রাত ছুটেছেন নড়াইলের পথে-প্রান্তরে। নড়াইল-২ আসনের ভোটাররা হতাশ করেনি ম্যাশকে। বরং দেশের এই গর্বকে বিপুল ভোটে বিজয়ী করেছে। এখন থেকে মাঠে খেলবেন মাশরাফি বিন মুর্তজা এমপি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এটা বিরলতম ঘটনা। রাজনীতিতে প্রবেশের কারণে তার বিরোধী পক্ষও তৈরি হয়েছে। তাদের কীভাবে সামলানোর কথা ভাবছেন ম্যাশ? আগামী ৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে যোগ দিতে গতকাল ঢাকায় পা রেখেছেন মাশরাফি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। কে কীভাবে ভাববে, সেটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। আর এটা নতুন নয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিল। খেলোয়াড় হিসেবে আমার যা দায়িত্ব, মাঠে নেমে আমি তা-ই করার চেষ্টা করব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাশ বল হাতে আসলেই গ্যালারিতে নৌকা নৌকা স্লোগান শুরু হয়ে যেত। নির্বাচন শেষ; এখন মাশরাফির মনে শুধুই ক্রিকেট, বুধবার আমাদের (রংপুর রাইডার্স) অনুশীলন শুরু হবে। আমি চাচ্ছি অনুশীলনের শুরু থেকে দলের সঙ্গে থাকতে। খেলাটাই তো আমার পেশা। আগে যেভাবে খেলেছি, অনুশীলন করেছি, এখনো সেভাবেই সময়মতো সবকিছু করব। ফিটনেসের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। আমার শরীরের অবস্থা তো আর সবার মতো নয়। কাজেই এটার ওপর জোর দিতেই হবে। নির্বাচনের আগেই ইনজুরিতে ভুগছিলেন। প্রচারণায় ছোটাছুটি করে ম্যাশের শরীরের ওপর দিয়ে বেশ চাপ গেছে। তারপরেও জনগনের ভালোবাসা পেয়ে ধন্য মাশরাফি, এমন তো নয় যে আমি ভোট উপলক্ষে হঠাৎ করে নড়াইলে গেছি। নড়াইলে আমার নিয়মিত যাতায়াত আছে। মানুষের কাছেই ছিলাম। মানুষ অনেক স্বতঃস্ফূর্ত ছিল। এটা দেখেই বেশি ভালো লেগেছে। একশ বছরের এক বৃদ্ধাকে দেখলাম তার ৬০ বছর বয়সী মেয়ের কোলে চড়ে ভোট দিতে এসেছেন। ভোট শেষে অনেকে আমার সঙ্গে দেখাও করেছেন। মানুষের এ রকম ভালোবাসা পাওয়ার পর আর তো কিছু লাগে না! টাইগার ওয়ানডে অধিনায়কের মাথায় এখন ঘুরছে বিপিএলের আরেকটি শিরোপা। গত পাঁচ আসরের চার শিরোপা তো তার হাতেই উঠেছে। এই টুর্নামেন্টের মাঝেই তাকে ভাবতে হবে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড সফর এবং ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। ৩০ মে থেকে শুরু হতে চলা বিশ্বকাপের আগে ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ করতে চান না ম্যাশ। বিশ্বকাপের পর নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৭:২২/ ০২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SxzdeC
January 03, 2019 at 01:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top