রামপুরহাট, ৩০ জানুয়ারি- রাজ্যে দুর্গা পুজোর বিসর্জন সহ একাধিক ইস্যু নিয়ে সরকারকে বারবার কটাক্ষ করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে ফের একবার সেই ইস্যুকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির। রাজ্যে এসে দুর্গা পূজা, সরস্বতী পূজা হয় না বলে মমতা সরকারকে আক্রমণ করে গিয়েছেন অমিত শাহ। এবার কড়া ভাষায় তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা। মঙ্গলবার কাঁথিতে অমিত শাহের আক্রমণাত্মক বক্তব্যের পর বীরভূমের সরকারি সভা থেকে চাাঁচাছোলা ভাষায় বিজেপি সভাপতিকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বাংলার মাটিতে দুর্গা পূজা হয় না, একথা যদি প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব। মঙ্গলবার রাজ্যে সভা করতে এসে অমিত শাহ বলেছিলেন, বাংলায় যদি সরস্বতী পূজা আর দুর্গা পূজা না হয়, তাহলে কি পাকিস্তানে গিয়ে করতে হবে? আমরা ক্ষমতায় এলে সাড়ম্বরে হবে দুর্গা পূজার বিসর্জন। অমিত শাহের এই মন্তব্যেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টা পরেই সভা থেকে শ্রোতাদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, সরস্বতী পূজা হয় কি হয় না? দুর্গা পূজা হয় কি হয় না? মোদীর সেনাপতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, গুন্ডাবাজরা বলছে বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো হয়না। প্রমাণ করে দেখান নাহলে রাজনীতি ছেড়ে দিন। উলটো হলে আমি রাজনীতি ছেড়ে দেব। এখানেই শেষ করেননি বাংলার দুর্গোৎসবে তিনি কতটা উৎসাহ দেন, তার প্রমাণ দিতে মনে করিয়ে দেন অনুদানের কথাও। তাঁরই নির্দেশে এবারের দুর্গা পূজায় পুজো কমিটিগুলিকে ১০,০০০ টাকা করে অনুদান দিয়েছিল পুলিশ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে মামলাও করেছিল বিজেপি। কলকাতার ৪০টা পুজো প্যান্ডেলকে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি বাংলার পুজোকে অপমান করছে বলেও জবাব দেন। এমএ/ ১০:২২/ ৩০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UpSM96
January 31, 2019 at 04:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top