ফেশ্যাবাড়ি, ৩০ জানুয়ারিঃ মিশন নির্মল বাংলার কর্মসূচি উপলক্ষ্যে কোচবিহার-১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচালয়গুলিতে চুনকাম শুরু হয়েছে। জানা গিয়েছে, চুনকামের উপর বিভিন্ন সচেতনাতামূলক বার্তাও সাজিয়ে তোলা হচ্ছে। জেলাশাসকের নির্দেশে ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের সর্বত্রই অভিনব প্রচারাভিযানের মধ্য দিয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এই বিষয়ে কোচবিহার-১ ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী বলেন, সবকটি গ্রামপঞ্চায়েতকে দ্রুত প্রতিটি বাড়ির শৌচালয় চুনকাম করার নির্দেশ দেওয়া হয়েছে। মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের সচিব রূপকান্ত রায় বলেন, সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রায় পাঁচ হাজারের উপরে শৌচাগার রয়েছে। ব্লক প্রশাসনের সাময়িক ও গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে এগুলি চুনকাম করা হচ্ছে। ১২টি বুথের অধিকাংশ বুথেই কাজ প্রায় শেষের দিকে। কয়েকদিনের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
সংবাদদাতাঃ জাকির হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WDhODM
January 30, 2019 at 10:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন