আজ থেকে শুরু বাজেট অধিবেশন

নয়াদিল্লি, ৩১ জানুয়ারিঃ আজ বৃহস্পতিবার থেকে সংসদে শুরু হল বাজেট অধিবেশন। সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। ২০১৪ সালের নির্বাচনে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের এটাই শেষ অধিবেশন। ১৩ ফেব্রুয়ারি এই অধিবেশন শেষ হবে। শীতকালীন অধিবেশনে বারবার চেষ্টা করা সত্ত্বেও তিন তালাক বিল ও নাগরিকত্ব সংশোধনী বিল পাস করাতে পারেনি বিজেপি। বাজেট অধিবেশনেও তাই এই দুই বিল পাস করাতে চাইবে তারা। যা নিয়ে ফের একবার সংসদ উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এই অধিবেশনেই অন্তবর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে শেষ করতে বুধবার সর্বদলীয় বৈঠক করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। তিনি জানিয়েছেন, বৈঠকে সকলেই সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আশ্বাস দিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UvYw1b

January 31, 2019 at 11:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top