বোল্টের বিষাক্ত সুইংয়ে ৯২ রানেই শেষ ভারত

হ্যামিলটন, ৩১ জানুয়ারিঃ বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে খেলতে নামা যে কতটা সমস্যার হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেল ভারত। ট্রেন্ট বোল্টের বিষাক্ত সুইং সামলাতে না পেরে হ্যামিলটনের সেডান পার্কে ৯২ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। সর্বোচ্চ ১৮ রান করেছেন যুজবেন্দ্র চাহাল। এতদিন কুলদীপ যাদবের (১৫) সঙ্গে জুটি বেঁধে উইকেট তুললেও এদিন দুজনে মিলে ভারতকে কোনোরকমে নব্বইয়ের গণ্ডি পার করান।

নিজের ২০০ তম একদিনের ম্যাচে অধিনায়কত্ব করতে নেমে দুটি পরিবর্তন করেছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলির বদলে দলে জায়গা পান শুভমান গিল ও মহম্মদ শামির বদলে আসেন খলিল আহমেদ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুটা শিখর ধাওয়ান (১৩) ভালো করলেও ট্রেন্ট বোল্টের বলে এলবিডবলিউ হয়ে যান তিনি। তারপর থেকেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে। একে একে বোল্টের শিকার হন রোহিত (৭), শুভমান (৯), কেদার যাদব (১), হার্দিক পাণ্ডিয়া (১৬)। একই ওভারে আম্বাতি রায়াডু (০) ও দীনেশ কার্তিককে (০) আউট করে আরও বেশি সমস্যায় ফেলে দেন কলিন ডি গ্র্যান্ডহোম। তিনি তিনটি উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন জেমস নিশাম ও টড অ্যাস্টল। জবাবে ব্যাট করতে নেমে মার্টিন গুপটিল ও কেন উইলিয়ামসনের উইকেট হারালেও  ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।  ভারতের হয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের হয়ে হেনরি নিকোলস ৩০ রান ও রস টেলর ৩৭ রান করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DJXJ78

January 31, 2019 at 11:37AM
31 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top