বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের শীতবস্ত্র বিতরণ

পুণ্ডিবাড়ি, ৬ জানুয়ারিঃ পাতলাখাওয়া জ্ঞানদীপ প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের ১০৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল রবিবার। সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালন সমিতির সম্পাদক তথা বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির কোচবিহার জেলা সম্পাদক লুৎফর রহমান জানান, কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের বিধায়ক তহবিল থেকে এবং কোচবিহার-২ ব্লকের বিডিওর দপ্তর থেকে এই শীতবস্ত্রগুলি প্রদান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞানদীপ প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ হামিদুল ইসলাম সহ অন্যরা। নতুন শীতবস্ত্র পেয়ে খুশি বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারা।

সংবাদদাতাঃ বিধান সিংহ রায়



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SEut6R

January 06, 2019 at 09:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top