ফের হার মোহনবাগানের, দায় নিয়ে পদত্যাগ কোচ শংকরলালের

কলকাতা, ৬ জানুয়ারিঃ আই লিগে ফের হার মোহনবাগানের। দলের এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী। রবিবার যুবভারতীতে রিয়েল কাশ্মীরের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে মোহনবাগান। এরপরই পদত্যাগের কথা জানান ক্লাব কর্তাদের কাছে। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ক্লাব। তবে নতুন কেউ দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শংকরলাল।

গত ২৮ ডিসেম্বর ইম্ফলে নেরোকা এফসি-র কাছে ১-২ গোলে হারের পর এদিন ঘরের মাঠে রিয়েল কাশ্মীরের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় গোল করে রিয়েল কাশ্মীরকে এগিয়ে দেন ম্যাসন রবার্টসন। ৪২ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে সমতা ফেরান সনি নর্দে। তবে শেষরক্ষা হয়নি। ৭৩ মিনিটে রিয়েল কাশ্মীরের হয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ম্যাসন।

এদিনের ম্যাচে হারের ফলে লিগ তালিকায় ৬ নম্বরে নেমে গেল মোহনবাগান। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ১৫। সেইসঙ্গে তাদের আইলিগ জয়ের আশা শেষ হয়ে গেল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FdXR00

January 06, 2019 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top