ঢাকা, ২৬ জানুয়ারি- সদ্য প্রয়াত সংগীত ব্যক্তিত্ব্য আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে একসঙ্গে গাইবেন ত্রিশ হাজার ছাত্র-ছাত্রী। আসছে ২৮ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই আয়োজনে একসঙ্গে ত্রিশ হাজার কণ্ঠে ও কয়েকশ গিটারের ঝঙ্কারে মেতে উঠবে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস। প্রয়াত মুক্তিযোদ্ধা, জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎ আইয়ুব বাচ্চুর স্বরণে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আয়োজনটি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার ডিআইইউর ধানমন্ডি ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান। তিনি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা,সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক প্রাপ্ত একজন শিল্পী এবং অসংখ্য দেশাত্মবোধক গানের স্রষ্টা। তাঁর সৃষ্টির মাধ্যমেই তাঁকে ও তাঁর মূল্যবোধকে ধারণ করতে বর্তমান প্রজন্মের ছাত্রদের উদ্যোগে এই আয়োজন। তিনি জানান, এই দুই গুণী শিল্পীকে শ্রদ্ধা জানাতে ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শতাধিক গিটার ও ভায়োলিনের সুরের সঙ্গে একযোগে আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আইয়ুব বাচ্চুর গানগুলোই পরিবেশন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়টির বর্তমানে অধ্যয়নরত ২৫ হাজার শিক্ষার্থীর পাশাপাশি সাবেক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা অংশ নেবে। সব মিলিয় েত্রিশ হাজার লোক ছাড়িয়ে যাবে। এমএ/ ১১:২২/ ২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WlnaDr
January 27, 2019 at 05:32AM
26 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top