বালুরঘাট,২০ জানুয়ারিঃ প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করতে সচেতনতা প্রচার অভিযানে নামলো বালুরঘাট পুরসভা। রবিবার সকালে শহরের বড়ো বাজার, বেলতলা পার্ক বাজার, সাহেব কাছারি বাজারে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধে সচেতনতা প্রচারে নামেন খোদ পুর প্রশাসক তথা বালুরঘাট সদর মহকুমা শাসক ঈসা মুখার্জি।
বিগত কয়েক দিন ধরে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধের আবেদন রেখে শহরে মাইক দিয়ে সচেতনতা প্রচার চালিয়েছে বালুরঘাট পুরসভা। এ দিন পুর প্রশাসক তথা বালুরঘাট সদর মহকুমা শাসক ঈশা মুখার্জি সচেতনতা প্রচারে শহরের বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের কাছে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যাবহার বন্ধের আবেদন রেখেছেন। এ প্রসঙ্গে বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহা বলেন, ‘ব্যবসায়ী সমিতিও প্লাস্টিক বন্ধে পুরসভার সঙ্গে আছে। ব্যবসায়ীদেরও প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এ নিয়ে মাইকিং আরো বেশি জোরদার করা দরকার।’ প্লাস্টিক বন্ধে পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।
তথ্যঃ সুজয় সরকার
ছবিঃ মাজিদুর সরদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Mn6tCM
January 20, 2019 at 08:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন