রায়গঞ্জ, ২০ জানুয়ারিঃ রায়গঞ্জের কসবা চতুর্থ ব্যাটেলিয়নের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি| এদিন সকাল ৯টায় ৩৪ নং জাতীয় সড়কের কুলিক ব্রিজের পার্শবর্তী ফাঁকা জায়গা জঞ্জালমুক্ত করা হয়| তত্বাবধানে ছিলেন ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট দেবশ্রী চ্যাটার্জী। উপস্হিত ছিলেন কসবা চতুর্থ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শম্ভু পাল, ইন্সপেক্টর অফ হেড কোয়ার্টার রুদ্র ব্যানার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা| অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শম্ভু পাল বলেন, ‘রাজ্য পুলিশের নির্দেশ মত এই কর্মসূচি নেওয়া হয়েছে|’ কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন রায়গঞ্জের পরিবেশকর্মী কৌশিক ভট্টাচার্য এবং তার স্বেচ্ছাসেবি সংস্হা মুক্তির কান্ডারি|
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FJswm9
January 20, 2019 at 07:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন