ঢাকা, ২৬ জানুয়ারি- বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২০১৯-এ ভোটগ্রহণের ১৪ ঘণ্টার পর ঘোষণা করা হলে বিজয়ী নাম। এবার টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে বদিউল আলম খোকন নির্বাচিত হয়েছেন। আজ (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু তাদের বিজয়ী ঘোষণা করেন। গতকাল (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসেতে ভোটগ্রহণ চলে। সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল খন্দকার পেয়েছেন ১০৯ ভোট। মহাসচিব পদে বদিউল আলম খোকন ১৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতমজন বাদল খন্দকার ১০৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মনতাজুর রহমান আকবর ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম কিরণ পেয়েছেন ১৩১ ভোট। উপ-মহাসচিব শাহীন সুমন ১৪৫, কোষাধ্যক্ষ পদে মো. সালাহ্উদ্দিন ১৫০, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা ১৪১, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক ২৩০, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল ২০০, প্রচার, প্রকাশনা ও দফতর সচিব মো. আনোয়ার সিরাজী ১১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে ছটকু আহমেদ (২১৪), কমল সরকার (১৪১), সোহানুর রহমান সোহান (২৪৪), মোস্তাফিজুর রহমান বাবু (১৮১), এম এ আওয়াল (১৭৭), আবদুস সামাদ খোকন (১৮১), সাঈদুর রহমান সাঈদ (১৪২), নূর মোহাম্মদ মণি (১৯৭), আবুল খায়ের বুলবুল (১৭১) ও ইলিয়াস ভূঁইয়া (১৭৫) বিজয়ী হয়েছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সোহানুর রহমান সোহান (২৪৪)। চলচ্চিত্র নির্মাতাদের সংগঠনটির ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেলের বিপরীতে লড়েছে বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী পরিষদ। তবে বেশিরভাগ প্রার্থীই গুলজার-খোকন পরিষদ থেকে জয় পেয়েছেন। এই নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে ছিলেন আবদুল লতিফ বাচ্চু। দুই সহকারী কমিশনার হিসেবে ছিলেন শফিকুর রহমান ও ডি এইচ নিশান। নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু জানান, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩৬২ ভোটারের মধ্যে এবার কাস্ট হয়েছে ৩১৯টি। নির্বাহী পরিষদের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দুই প্যানেল থেকে মোট ৩৮ জন প্রার্থী রয়েছে। তাদের সঙ্গে রয়েছেন ৪জন স্বতন্ত্র প্রার্থী। মোট ৪২ প্রার্থী থেকে প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯জন পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন করা হলো। সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৮:১৪/২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Tb3joq
January 26, 2019 at 04:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top