টরন্টো, ২৫ জানুয়ারি- টরন্টো নিবাসী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক মাকসুদ বখত আর নেই। শুক্রবার, ২৫ জানুয়ারি সকাল ৮টায় নগরীর ইষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। মকসুদ বখত দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন। শুক্রবার জুম্মার নামাজের পরপরই স্থানীয় মদিনা মসজিদে তাঁর নামাজে অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। পরে পিকারিং কবরাস্থানে তাঁকে যথাযথ ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হয়। মাকসুদ বখতের আকস্মিক মৃত্যুতে কমিনিউটিতে শোকের ছায়া নেমে আসে। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এর আগে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে প্রচার সম্পাদক ইলিয়াছ খান তাৎক্ষণিকভাবে মৃত্যু সংবাদটি দেশে বিদেশেসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে কমিউনিটিকে জানান দেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CKJZY5
January 26, 2019 at 10:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top