মুম্বাই, ২৫ জানুয়ারি- সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। কোনও ঢাক গুড় গুড় নেই। টিনসেল টাউনে এমনটাই পরিচিত কঙ্গনা রানাউতের। বলিউডের এই অভিনেত্রী মনে করেন, কোনও ভুল ধরিয়ে সঠিক দিশা নির্দেশের জন্যই তিনি মুখ খোলেন। দেশের কল্যাণের জন্য মুখর হতে এবং দেশের সেবায় আরও বড় ভূমিকা নিতে তিনি আগ্রহী বলে জানিয়েছেন কঙ্গনা। সংবাদসংস্থার সঙ্গে এক সাক্ষাত্কারে কঙ্গনা বলেছেন, এই মুহূর্তে সিনেমা ও ফ্যাশনই তাঁর অগ্রাধিকারের বিষয়।তবে সময় পেলে তিনি বৃহত্তরভাবে দেশের প্রতি অবদান রাখতে আগ্রহী। কঙ্গনার এই বক্তব্যে কি ভবিষ্যতে তাঁর রাজনীতিতে যোগদানের ইঙ্গিত রয়েছে? শুরু হয়েছে জল্পনা। মানালির একটি গ্রাম থেকে টিনসেল টাউনে নিজের জায়গা করে নিয়েছেন কঙ্গনা। সিনে দুনিয়ায় চেনাজানা কেউ ছিল না। কিন্তু এরপরও গ্যাংস্টার, ও লমহে,লাইফ ইন অ্যা মেট্রো, তনু ওয়েডস মনু ও ফ্যাশন -এর মতো সিনেমায় নিজের প্রতিভা ও বহুমুখী দক্ষতার পরিচয় রেখেছেন তিনি। আজই মুক্তি পেয়েছে তাঁর বহুপ্রতিক্ষীত সিনেমা মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি। কঙ্গনা বলেছেন, লোকে যখন অযাচিতভাবে অন্যের সম্পর্কে বাছবিচার শুরু করে, তখন তা তাঁর ভালো লাগে না।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Wmupe6
January 26, 2019 at 06:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন