শিলিগুড়ি মহিলা কলেজে তৃণমূল ও এসএফআই সমর্থকদের সংঘর্ষ

শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ তৃণমূল এবং এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহিলা কলেজে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার ব্রিগেডের সমর্থনে একটি মিছিলের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই মিছিলে কিছু ছাত্রীকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করে এক ছাত্রী। আজ সেই ছাত্রী কলেজে আসতেই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা তাঁকে আটকে রাখে বলে অভিযোগ। এরপর তাঁর বাবা অজয় চক্রবর্তী এবং দিদি অয়ন্তিকা চক্রবর্তী তাঁকে ছাড়াতে কলেজে আসে। সেই সময় ছাত্রীর দিদি অয়ন্তিকা চক্রবর্তীর ওপর হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয়। অজয়বাবু মেয়েকে বাঁচাতে গেলে এক তৃণমূল সমর্থকের ধাক্কা লাগে। এরপরই পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে। শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ ওঠে অজয়বাবুর ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি থানার আইসি দেবাশিস বসু। আটক করা হয়েছে অজয়বাবুকে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে।

সংবাদদাতাঃ রাহুল মজুমদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FoIBhR

January 11, 2019 at 05:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top